ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন রেকর্ড

স্টাফ করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন রেকর্ড

ঢাকা: দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন রেকর্ড হয়েছে। প্রথমবারের মতো বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিজার্ভ ছাড়িয়েছে ২৭ বিলিয়ন ডলার।



বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বাংলানিউজকে জানান, এরআগে গত ১৭ অগস্ট রিজার্ভ প্রথমবারের মতো ২৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, দেশে বৈদেশিক ম‍ুদ্রার রির্জাভ বাড়া সামষ্টিক অর্থনীতির জন্য একটি ভালো লক্ষণ। তবে এর সঠিক ব্যবহার না করলে কোনো সুফল পাওয়া যাবে না। তাই রির্জাভ বৃদ্ধির সঙ্গে এর বিনিয়োগও বৃদ্ধির ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর: ২৯, ২০১৫।
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।