ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোমরাই হবে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
ভোমরাই হবে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: পদ্মা সেতু নির্মাণ হলে সাতক্ষীরার ভোমরা বন্দরই দেশের সবচেয়ে বড় স্থলবন্দর হবে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনা সেক্টরের কমান্ডার কর্নেল খলিলুর রহমান।

সোমবার (০২ নভেম্বর) ভোমরা বন্দর বিজিবি ক্যাম্পে সিঅ্যান্ডএফ এজেন্ট, বিভিন্ন শ্রমিক সংগঠন, জনপ্রতিনিধি, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন হলে এ বন্দর দেশের অন্যান্য বন্দরকে ছাড়িয়ে যাবে। কোনো বৈষম্য ছাড়াই দ্রুত দেশের অন্যান্য বন্দরের মতোই এ বন্দরের সব ধরনের কার্যক্রম পরিচালিত হবে।

বন্দরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময়কালে সাতক্ষীরা-৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোজাম্মেল হক, ভোমরা শুল্ক স্টেশনের সহকারী পরিচালক শরিফ আল আমিন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নিছার উদ্দীন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান নাসিম ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আবু মুছাসহ অনেকে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।