ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পল্লী বিদ্যুৎ সমিতিকে জমি দিল আশুলিয়া মডেল টাউন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
পল্লী বিদ্যুৎ সমিতিকে জমি দিল আশুলিয়া মডেল টাউন

ঢাকা: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিকে এক বিঘা জমি দিয়েছে আশুলিয়া মডেল টাউন কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) আমিন মোহাম্মদ গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, আশুলিয়া মডেল টাউনে ৩৩/১১ কেভিএ বিদ্যুৎ উপ-কেন্দ্র স্থাপনের জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কে এক বিঘা (২০ কাঠা) জমি দিয়েছে আমিন মোহাম্মদ গ্রুপ।

এটি গ্রুপের সবচেয়ে বড় আবাসিক প্রকল্প।   মঙ্গলবার ওই জমির দখলসত্ত্বসহ দলিল রেজিস্ট্রি ও তা হস্তান্তর করা হয়।

এ সময় আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক গাজী মো. আমানুজ্জামান, নির্বাহী পরিচালক সৈয়দ তেলায়েত হোসেন, সহকারী পরিচালক আহমেদ রইস উদ্দিন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উপ মহা ব্যবস্থাপক (সদর দপ্তর- কারিগরী) মো. আবদুন নূর ও এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।