ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুন্সীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
মুন্সীগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বসুন্ধরা সিমেন্ট আয়োজিত রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের উত্তর ইসলামপুর এলাকায় সাত্তার কমিশনারের নির্মাণাধীন ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিকেল সার্পোট) ইঞ্জিনিয়ার সরোজ কুমার বড়ুয়া।

বসুন্ধরা সিমেন্টের মুন্সীগঞ্জের ডিলার ও আল মদিনা ট্রেডার্সের মালিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত জেনারেল ম্যানেজার (সিমেন্ট সেক্টর) মো. খায়রুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বসুন্ধরা সিমেন্টের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. সাবাহ সাঈদ, ডেপুটি ম্যানেজার (টেকনিকেল সার্পোট) কুদরত ই ইলাহি, হাজী মো. দেলোয়ার হোসেন, মো. গোলজার হোসেন প্রমুখ।

সম্মেলনে জেলার ৬টি উপজেলার প্রায় ৩ শতাধিক রাজমিস্ত্রি অংশ নেন। সম্মেলন শেষে বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে দেড় শতাধিক রাজমিস্ত্রিকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া তাদের জন্য র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।