ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শীতকালীন করমেলায় প্রায় ৬৩ কোটি টাকা আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
শীতকালীন করমেলায় প্রায় ৬৩ কোটি টাকা আদায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথমবারের মতো আয়োজিত শীতকালীন আয়কর মেলায় ৬২ কোটি ৭২ হাজার ৫০ হাজার ৩০৬ টাকা আয়কর আদায় হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে মেলার সমাপনী দিনে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ তথ্য জানান।



ঢাকার দুইটি (অফিসার্স ক্লাব ও উত্তরা) ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে তিন দিনব্যাপী এ কর মেলার আয়োজন করা হয়।

নজিবুর রহমান জানান, মেলায় মোট রিটার্ন জমা পড়েছে ৫৩ হাজার ২৫৯টি। ই-টিআইএন নিয়েছেন ৩ হাজার ১৪৯ জন ও পুনরায় নিবন্ধন করেছেন ২৪৫ জন।
 
‘প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আয়োজিত শীতকালীন কর মেলায় করদাতাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ’

তিনি জানান, তিন দিনের এ মেলায় সারাদেশ থেকে ৬২ কোটি ৭২ লাখ ৫০ হাজার ৩০৬ টাকা আদায় হয়েছে।   ‍এরমধ্যে ঢাকা অফিসার্স ক্লাবে ৪৪ কোটি ৯৮ লাখ ৪ হাজার ৫৮৩ টাকা, ঢাকার উত্তরায় ৩১ লাখ ৭০ হাজার ৮৪৬ টাকা; সিলেটে ৪২ লাখ ১৮ হাজার ৫৯৪ টাকা, রংপুরে ৪ কোটি ৫৮ লাখ ৪১ হাজার ৯৩৮ টাকা, খুলনায় ২ কোটি ৪৮ লাখ ৪৩ হাজার ৮৩০ টাকা, চট্টগ্রামে ৫ কোটি ৩১ লাখ ৫৮০ টাকা, রাজশাহীতে ৬৮ লাখ ৬৬ হাজার ১৯৩ টাকা এবং বরিশালে ১ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৭৪২ টাকা আদায় হয়েছে।

সংবাদ সম্মেলনে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. আবদুর রাজ্জাক, কর অঞ্চল-১ এর কমিশনার ও মেলার আহ্বায়ক মো. জিয়া উদ্দিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
আরইউ/এমএ

** ই-টিআইএন এ তরুণদের আগ্রহ
** শেষ দিনে আয়কর মেলার করদাতাদের ভিড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।