ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ কৃষি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
বাংলাদেশ কৃষি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক শাহ আলমকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।



বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কৃষি ব্যাংকের সমঝোতা চুক্তি অনুযায়ী আর্থিক সূচকে উন্নতি না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি কৃষি ব্যাংকের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানধীন ব্যাংকগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চলতি বছরের ৮ এপ্রিল সচিবালয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

চিঠিতে বলা হয়, নিয়োগ দেওয়া পর্যবেক্ষক ব্যাংকের পরিচালনা পর্ষদ, ক্রেডিট ও অডিট কমিটিসহ গুরুত্বপূর্ণ সব বৈঠকে উপস্থিত থাকবেন।

এছাড়া যে কোনো বৈঠক অনুষ্ঠিত হওয়ার তিন কর্মদিবস আগে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যবেক্ষকের কাছে পাঠাতে হবে।

ব্যাংকের আর্থিক সূচকের উন্নতি না হওয়া পর্যন্ত পর্যবেক্ষক সার্বক্ষণিক মনিটরিং করবেন।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, রাষ্ট্রীয় খাতের ব্যাংকগুলোর আর্থিক সূচকের ক্রমাগত অবনতির হাত থেকে রক্ষা করতে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

‘নানা ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার পরও খেলাপি ঋণ কমিয়ে আনতে পারেনি ব্যাংকগুলো।   এমনকি সুশাসন নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে ব্যাংকগুলো,’ বলেন তিনি।
 
এএফএম আসাদুজ্জামান বলেন, ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী পর্যবেক্ষকরা কাজ করবেন।

আইন বিরোধী বা আপত্তিকর কিছু ঘটলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিপোর্ট করবেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।