ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকেও সংস্কৃতি চর্চা করুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ব্যাংকেও সংস্কৃতি চর্চা করুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কৃতি চর্চার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমিতে শুরু হওয়া জাতীয় ব্যাংকিং মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।



ড. আতিউর রহমান বলেন, দিনভর কাজের ফাঁকে একটু বিনোদন পেলে তা কাজের গতি আরও বাড়িয়ে দেয়। মনও প্রফুল্ল থাকে। এজন্য সব ব্যাংকগুলোকে অফিসে খুব অল্প সময়ের জন্য হলেও সংস্কৃতি চর্চার ব্যবস্থা করা উচিত। ’

ব্যাংকখাতকে মানবিক করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, আমরা ব্যাংকখাতকে মানবিক করার চেষ্টা করে যাচ্ছি। পুরুষ কর্মকর্তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরাম কাজ করলেও নারী কর্মীদের একটু আগেই ছেড়ে দেওয়া হচ্ছে।

‘যদি কোনো কারণে অফিস থেকে ফিরতে দেরি হয়। তাহলে তাদের অফিসের গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ’

এর আগে সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে ব্যাংকিং মেলার উদ্ধোধন করেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

এরপর বিকেলে বাংলাদেশ ব্যাংক ও মেলায় অংশ নেওয়া বিভিন্ন ব্যাংকের স্টল ঘুরে দেখেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫।
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।