ঢাকা: স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯ টা ৫৫ মিনিটে অস্ট্রিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শিল্পমন্ত্রী ভিয়েনায় জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার ১৬তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন।
২৬ ও ২৭ নভেম্বর এলডিসি রাষ্ট্রগুলোর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে স্বল্পোন্নত দেশগুলোর জন্য অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। সম্মেলনে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ ‘অংশগ্রহণমূলক সমৃদ্ধির জন্য টেকসই উন্নয়ন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
৫ ডিসেম্বর শিল্পমন্ত্রী দেশে ফিরবেন বলে জানা যায় শিল্প মন্ত্রণালয় সূত্রে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ইউএম/আরআই