ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভিয়েনার পথে শিল্পমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ভিয়েনার পথে শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঢাকা: স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯ টা ৫৫ মিনিটে অস্ট্রিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।  

শিল্পমন্ত্রী ভিয়েনায় জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার ১৬তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন।

৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ভিয়েনায় এ অধিবেশন চলবে। এতে স্বল্পোন্নত দেশগুলোতে পরিবেশবান্ধব শিল্পায়ন জোরদার, সবুজ প্রযুক্তি সম্প্রসারণ, বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি, মেধাস্বত্ত্ব সুরক্ষা, জিআই পণ্যের অধিকার রক্ষাসহ মেধাসম্পদের উন্নয়নে জাতিসংঘের সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে।

২৬ ও ২৭ নভেম্বর এলডিসি রাষ্ট্রগুলোর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে স্বল্পোন্নত দেশগুলোর জন্য অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। সম্মেলনে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ ‘অংশগ্রহণমূলক সমৃদ্ধির জন্য টেকসই উন্নয়ন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

৫ ডিসেম্বর শিল্পমন্ত্রী দেশে ফিরবেন বলে জানা যায় শিল্প মন্ত্রণালয় সূত্রে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।