ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকিং মেলায় দর্শক মাতালেন কুদ্দুস বয়াতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ব্যাংকিং মেলায় দর্শক মাতালেন কুদ্দুস বয়াতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যাংকিং মেলায় দর্শনাথীদের গান গেয়ে মাতিয়ে গেলেন নন্দিত বাউল শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বাংলা একোডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ হলে এক সেমিনারে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি।



কুদ্দুস বয়াতির গান শুনতে মেলায় আগত দর্শনার্থীদের পাশাপাশি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারাও মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন  বাঙালির কালজয়ী বিভিন্ন গান।

মঞ্চে প্রথমে বেশ কয়েকটি জনপ্রিয় বাউল গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রাখেন কুদ্দুস বয়াতি।
Kuddus_boyati_01
পরে বাউল সম্রাট আবদুল করিমের কালজয়ী গান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানটি পরিবেশন করেন তিনি।

এ সময় উপস্থিত দর্শনার্থী ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে সরকারের কাছে লোকগান বাঁচিয়ে রাখতে সহযোগিতা চান কুদ্দুস বয়াতি।

আক্ষেপ করে তিনি বলেন, ‘আমাদের দেশে বিভিন্ন সময় স্টেডিয়ামে নানা ধরনের বাংলা গানের উৎসবের আয়োজন করা হয়। অথচ সেখানে আমরা আমন্ত্রণই পাইনা। ’
Kuddus_boyati_02
আবহমান বাংলার লোকসাহিত্যের এই বিশেষ অংশ বাউল গানকে যুগের পর যুগ বাঁচিয়ে রাখার আহ্বান জানান বিখ্যাত এই বাউল শিল্পী।

বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে প্রথমবারের মতো ব্যাংকিং মেলার আয়োজন করা হয়েছে।

গত ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই ব্যাংকিং মেলা ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। এতে নানা সেবা ও তথ্য নিয়ে হাজির হয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসই/এসএস/এমএ

** সমাপনী সংবাদ সম্মেলন করবে কেন্দ্রীয় ব্যাংক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।