ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় যাত্রা করলো বেদে পল্লীর ‘উত্তরণ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
আশুলিয়ায় যাত্রা করলো বেদে পল্লীর ‘উত্তরণ’

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় বেদে সম্প্রদায়ের তৈরি  পোশাকের বিক্রয় কেন্দ্র ‘উত্তরণ’ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আশুলিয়ার জামগড়ায় স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান এ কেন্দ্রের উদ্বোধন করেন।



এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনগ্রসর জনগোষ্ঠী বেদে সম্প্রদায় সমাজের মূল ধারা থেকে দূরে থেকে মাদকসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল।

তাই  বেদে পল্লীতে মাদক ব্যবসা নির্মূলের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এখানকার অনগ্রসর ও অবহেলিত বাসিন্দাদের মান উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় তাদের তৈরি পোশাক বিপণন করতে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্যোক্তা এসপি হাবিবুর রহমান বলেন, বেদে সম্প্রদায়ের অনেকেই মাদক ব্যবসা ছেড়ে এই উৎপাদনমুখী কাজে যোগ দিয়েছেন। তাই বেদে পল্লীতে মাদক ব্যবসাসহ অপরাধ প্রবণতা অনেক কমে গেছে।

বিক্রয় কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী, আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম আবদুল্লাহ, শিল্প পুলিশের পরিচালক মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসএন/আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।