ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

‘বেস্ট বাই’র ১০০তম আউটলেট উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
‘বেস্ট বাই’র ১০০তম আউটলেট উদ্বোধন

ঢাকা: দেশের বৃহত্তম প্লাস্টিক পণ্য সামগ্রী প্রস্তুকারী প্রতিষ্ঠান আরএফএল ‘বেস্ট বাই’র‍ ১০০তম আউটলেট চালু হয়েছে। সম্প্রতি রাজধানীর উত্তরার ১৪ নং গাউসুল আজম এভিনিউয়ে আউটলেটটি উদ্বোধন করেন প্রাণ-আরএফএল গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী।



এ সময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল মাহতাবউদ্দিন আহমেদ (অব.), আরএফএল’র পরিচালক আর এন পল, বেস্ট বাই’র প্রধান নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন বিশ্বাস, বিপণন কর্মকর্তা মেহেদী হাসানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

অন্য আউটলেটের মতো উত্তরায় ‘বেস্ট বাই’-এ আরএফএল’র চেয়ার, টেবিল, জগ, বালতি, টুল, গ্যাসের চুলাসহ যাবতীয় গৃহস্থালী সামগ্রী পাওয়া যাবে। এছাড়া ইটালিয়ানো ব্র্যান্ডের মেলামাইন সামগ্রী, দুরন্ত ব্র্যান্ডের বাইসাইকেল, গুডলাক স্টেশনারি পণ্য, ভিশন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যও মিলবে।

অনুষ্ঠানে আহসান খান চৌধুরী জানান, পর্যায়ক্রমে দেশের সব স্থানে ‘বেস্ট বাই’র আউটলেট চালু করা হবে। ‘বেস্ট বাই’কে সর্ববৃহৎ রিটেইল চেইন শপ করার লক্ষ্যে আরএফএল কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।  
২০১১ সালে সাভারে আউটলেট উদ্বোধনের মাধ্যমে রিটেইল চেইন শপের জগতে পা রাখে আরএফএল ‘বেস্ট বাই’।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
পিআর/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।