ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নজর কেড়েছে এমওএইচ স্টিলের ভূমিকম্প সহনশীল রড

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
নজর কেড়েছে এমওএইচ স্টিলের ভূমিকম্প সহনশীল রড ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইউরোপীয় অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি অধিক ভূমিকম্প সহনশীল ও দীর্ঘস্থায়ী ৫০০ ডব্লিউ টিএমটি বার বাজারজাত করছে  এমওএইচ স্টিল।

বুয়েট থেকে পরীক্ষিত এ রড আইএসও ৬৯৩৫, বিডিএস-আইএসও ৬৯৩৫, বিএস ৪৪৪৯জিআরবি৫০০সি এর নীতিমালা অনুসরণ করে তৈরি করা হয়।

ফলে এর গুণগত মান সবসময় অটুট থাকে। তাই এমওএইচ স্টিলের এ রড বাড়ি তৈরিতে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ক্রেতারা।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) তিন দিনব্যাপী আন্তর্জাতিক পাওয়ার, সোলার, রিয়েল এস্টেট ও কন-এক্সপো প্রদর্শনীতে এমওএইচ স্টিলের স্টলের দায়িত্বরতরা জানান এ তথ্য।

রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী চলছে।

আইসিসিবির তিন নম্বর হলে এমওএইচ স্টিলের স্টলে দর্শনার্থীদেরও বেশ ভিড় দেখা গেলো। এখানে দর্শনার্থীরা এমওএইচ স্টিলের রড সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।
এমওএইচ স্টিলের সহকারী ম্যানেজার (ব্র্যান্ড) অনি জামান বাংলানিউজকে বলেন, বাংলাদেশে আমরাই প্রথম কাট টু লেন্থ প্রযুক্তি নিয়ে এসেছি। যার মাধ্যমে আমরা গ্রাকদের প্রয়োজন অনুযায়ী রড মেপে ও কেটে বাজারজাত করছি। এতে গ্রাহকরা কম খরচে ও স্বল্প সময়ে রড কিনতে পারছেন।

এমওএইচ স্টিলের রডের মান ভালো হওয়ায় স্পল্প সময়ে ভোক্তাদের মন জয় করতে সক্ষম হয়েছেন বলেও জানান তিনি।

রহিম গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান এমওএইচ স্টিলের ব্যবস্থাপনাতেও রয়েছেন প্রকৌশলীরা। ফলে রডের মানের দিক সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
এমওএইচ স্টিলের রডের গুণাবলী সম্পর্কে ওই প্রতিষ্ঠানের প্রকৌশলী (মেকানিক্যাল) মো. সানাউল্লাহ খান জানান, এমওএইচ ৫০০ ডব্লিউ টিএমটি বার সঠিক কেমিক্যাল কম্পোজিশনে তৈরি, গুণগত ও মানসম্মত। ইল্ডস্ট্রেন্থ ৫০০ এমপিএ (মিনিমাম), টেনসাইল স্ট্রেন্থ ৫৭৫ এমপিএ (মিনিমাম), ইলংগেশন ১৪ শতাংশ (মিনিমাম)।

দশ রকমের ডায়ামিটারের রড বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। এগুলোর মধ্য রয়েছে ৮, ১০, ১২, ১৬, ২০, ২২, ২৫, ২৮, ৩২ এবং ৪০ এমএম রড।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
একে/আরইউ/এএ

** ইউরো লিফটে দ্বিগুণ ছাড়
** শক্তিশালী বসুন্ধরা সিমেন্টের তথ্য মিলছে প্রদর্শনীতে
** বসুন্ধরায় রূপায়ন হাউজিংয়ে সর্বোচ্চ ছাড়
** পূর্বাচলে হবে ১৩০ তলার আইকন টাওয়ার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।