ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পণ্যের গুণগত মান নিশ্চিতে বদ্ধপরিকর ওয়ালটন

নিউজডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
পণ্যের গুণগত মান নিশ্চিতে বদ্ধপরিকর ওয়ালটন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পণ্যের গুণগত মান নিশ্চিতে বদ্ধপরিকর দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। এ লক্ষ্যে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদার করেছে প্রতিষ্ঠানটি।



মঙ্গলবার (০৮ ডিসেম্বর) গাজীপুরের চন্দ্রায় অনুষ্ঠিত ‘ওয়াল্টন প্লাজা কনফারেন্স-২০১৫’ অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা এ তথ্য জানান।

দেশজুড়ে ওয়ালটনের ২৪টি জোনের ৭০০ সহকারী ব্যবস্থাপক কনফারেন্সে যোগ দেন। এ সময় ব্যবস্থাপকদের প্রতি দেশে ও দেশের বাইরে বাজার সম্প্রসারণে আরও বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রিজভি। এতে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শাসমুসল আলম, বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা, নির্বাহী পরিচালক (এইচআরএম) এসএম জাহিদ হাসান, বিপণন বিভাগের প্রধান এমাদুল হক সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এসএম নুরুল আলম রিজভি বলেন, ব্যবসার সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশকে প্রযুক্তিসমৃদ্ধ দেশে পরিণত করতে ওয়ালটন প্রতিশ্রুতিবদ্ধ।

বিপণন বিভাগের প্রধান এমাদুল হক সরকার বলেন, আর অ্যান্ড কিউ-এ গুণগত মান নিশ্চিত না হওয়া পর্যন্ত ওয়ালটনের কোনো পণ্যই কারখানার বাইরে যাবে না।

কনফারেন্সে প্রতিষ্ঠানের বিপণনে সফলতার জন্য ২০ জন প্লাজা ব্যবস্থাপককে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।