ঢাকা: স্কুল ব্যাংকিং কার্যক্রমে অসাধারণ সাফল্যের জন্য আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এস এম আসাদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে।
তিনি বলেন, বাংলাদেশের স্কুল ব্যাংকিং কার্যক্রমের এই সাফল্যের জন্য চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফাইন্যান্স ইন্টারন্যাশনাল এই পুরস্কার দিচ্ছে।
এদিকে স্কুল ব্যাংকিংয়ে সঞ্চয়ের মনোভাব নিয়ে বড়দের সঙ্গে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরাও ব্যাংকিং সেবার আওতায় আসছে। তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয় হয়ে উঠছে ‘স্কুল ব্যাংকিং’ কার্যক্রম।
২০১০ সালে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে ‘স্কুল ব্যাংকিং’ কার্যক্রম শুরু হলেও স্কুলের শিক্ষার্থীরা টাকা জমা রাখার সুযোগ পায় ২০১১ সালে। ওই বছরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা দেশের ব্যাংক গুলোতে ৩০ কোটি ৭৯ লাখ টাকা আমানত রাখে।
চলতি বছরের জুনের শেষে ক্ষুদে সঞ্চয়ীদের ব্যাংকে জমা পড়েছে প্রায় ৮শ’ কোটি টাকা। স্কুল ব্যাংকিং যাত্রা শুরুর প্রথম বছরে ২৯ হাজার ৮০ শিক্ষার্থী ব্যাংক এ্যাকাউন্ট খোলে। গেল জুন শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৫২ হাজার।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫/আপডেট ২০০৯
এসই/আরএম/আরএইচএস/আরআই