ঢাকা: খুলনা ও রাজশাহী অঞ্চলে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সমুদ্র সৈকত কুয়াকাটার সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়া।
বক্তব্য রাখেন, ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ্, এম এ ওয়াদুদ, ওয়াসিফ আলী খান ও এ এস এম বুলবুল।
সম্মেলনে ব্যাংকের এসইভিপি, আইন ও আদায় বিভাগের প্রধান ফরহাদ আহমেদ চৌধুরী, মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান ও এসইভিপি শাহ্ সৈয়দ আব্দুল বারী, খুলনার আঞ্চলিক প্রধান ও এসভিপি মো. মেশকাত-উল-আনোয়ার খানসহ খুলনা এবং রাজশাহী অঞ্চলের ৪৯ জন শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. বদিউল আলম চলতি বছর ব্যাংকের সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করে ব্যবসায়িক সম্ভাবনা ও প্রতিকূলতা নিয়ে আলোকপাত করেন। তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যবস্থাপক ও নির্বাহীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ওএইচ/এএ