ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নান্দোসে মেয়াদোত্তীর্ণ খাবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
নান্দোসে মেয়াদোত্তীর্ণ খাবার

ঢাকা: মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে শনিবার ধানমন্ডি শাখার নান্দোসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)  এর মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।


 
ডিএসসিসি'র নিরাপদ খাদ্য পরিদর্শক মো: কামরুল ইসলাম জরিমানার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, মেয়রের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ডিএসসিসির দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল সোয়েব ও মামুন অংশ নেন। দুপুরের দিকে পরিচালিত ওই অভিযান পরিচালনা করা হয়।

এদিকে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ফাস্টফুড খাবারের দোকান বার-বি-কিউকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে একই অভিযানে।

বাংলাদেশ সময়: ১৬৫১/১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এজেডএস/একেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।