ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আল-আরাফাহ্ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ঢাকা: কক্সবাজার জেলার সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপক ও অ্যান্টি মানি লন্ডারিং কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং কক্সবাজার শাখা যৌথভাবে “প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্সিং অব টেরোরিজম” শীর্ষক দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ’র উপ-মহাব্যবস্থাপক মো. শওকতুল আলম।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুজিবুল কাদের।

দিনব্যাপী আয়োজনে বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুর রব, একেএম গোলাম মাহমুদ এবং মোহাম্মদ মাহবুব আলম।

কর্মশালায় কক্সবাজার জেলার তফসিলি ব্যাংকগুলোর বিভিন্ন শাখা থেকে ৫০জন প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।