ঢাকা: চলতি অর্থবছর সারাদেশ থেকে কর প্রদানে সক্ষম ৫ লাখ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুঁজে বের করার কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতোমধ্যে সারাদেশে জরিপ পরিচালনা করা হচ্ছে।
সভায় কর অঞ্চল-৪ এর কমিশনার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এনবিআর সদস্য (শুল্কনীতি) মো. ফরিদ উদ্দীন বলেন, সরকারের মেয়াদে করদাতা ৩০ লাখ করা হবে। এজন্য বর্তমান বছরে ৫ লাখ নতুন করদাতা খুঁজে বের করা হবে।
ঢাকা বিভাগের কমিশনার মো. জিল্লার রহমান জনকল্যাণমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে রাজস্ব প্রদান করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈষম্য অবসান ও মর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজস্ব প্রদানে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান ।
সভায় এনবিআর সদস্য মো. লোকমান চৌধুরী, ড. মাহবুবুর রহমান, কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
স্থানীয় ব্যবসায়ী ও জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় নতুন করদাতাগণকে নিবন্ধনের সনদ তুলে দেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরইউ/আরআই