ঢাকা: চিনি আমদানি নিরুৎসাহিত করতে ও দেশীয় চিনি শিল্পকে বাঁচাতে চিনি আমদানিতে ১৫ শতাংশ মূসক ও ট্যারিফ মূল্য বৃদ্ধি করেছে সরকার।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (কাস্টমস) অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
মূসক এসআরও-১১৯-আইন/২০১৫/৭২৫ সংশোধন ও কাস্টমস এসআরও-১৪৬-আইন/২০১৩/২৪৩৩/কাস্টমস পূর্বক মূসক আরোপ ও ট্যারিফ মূল্য বৃদ্ধি করা হয়েছে।
প্রজ্ঞাপন উল্লেখ করা হয়, পরিশোধিত, অপরিশোধিত চিনি আমদানিতে ১৫ শতাংশ মূসক দিতে হবে। পরিশোধিত চিনি আমদানিতে টন প্রতি ট্যারিফ মূল্য ৪০০ থেকে ৪৩০ মার্কিন ডলার ও অপরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি ট্যারিফ মূল্য ৩২০ থেকে ৩৫০ মার্কিন ডলার করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে এই মূসক আরোপ ও ট্যারিফ মূল্য বৃদ্ধি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরইউ/এমজেএফ