ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উদ্বোধনের ৭ দিনের মাথায় বন্ধ হয়ে গেল আখ মাড়াই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
উদ্বোধনের ৭ দিনের মাথায় বন্ধ হয়ে গেল আখ মাড়াই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: যান্ত্রিক ত্রুটির কারণে উদ্বোধনের মাত্র সাত দিনের মাথায় বন্ধ হয়ে গেছে পঞ্চগড় চিনিকলের আখ মাড়াই কার্যক্রম।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে চিনিকলের মাড়াই কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।



এর আগে ১৮ ডিসেম্বর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন এ চিনিকলের ২০১৫-২০১৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।

মৌসুমের শুরুতেই এ ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে বিপাকে পড়েছেন জেলার শত শত আখ চাষি।

আখ চাষিদের অভিযোগ কর্তৃপক্ষের সীমাহীন দুর্নীতি আর উদাসীনতার কারণে তাদের এ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এসএম আব্দুর রশীদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, ২৩ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর তা মেরামত করা হয়। কিন্ত পরবর্তীতে আবারও একই সমস্যর সৃষ্টি হওয়ায় ২৪ ডিসেম্বর সকাল থেকে সাময়িকভাবে আখ মাড়াই বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয়টি আখ চাষিদের অবহিত করতে জেলার সর্বত্র মাইকিং করা হচ্ছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১৫৯ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।