ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দর্শণার্থীদের পদচারণায় জমে উঠেছে রিহ্যাব মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
দর্শণার্থীদের পদচারণায় জমে উঠেছে রিহ্যাব মেলা ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মলেন কেন্দ্র থেকে: উদ্বোধনের দ্বিতীয় দিনেই ক্রেতা, দর্শণার্থীদের পদচারণায় জমে উঠেছে রিহ্যাব আবাসন মেলা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আবাসন মেলার দ্বিতীয় দিনে দর্শণার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।


 
আবাসন শিল্পের প্রতি ক্রেতা আকৃষ্ট করতে প্রতিবছর রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (রিহ্যাব) এই মেলার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবার ২৩ ডিসেম্বর সকালে রিহ্যাব ফেয়ার-২০১৫ এর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এবারের আবাসন মেলায় প্রায় শতাধিক স্টল রয়েছে। বিভিন্ন হাউজিং কোম্পানির ফ্ল্যাট বিক্রির পাশাপাশি রয়েছে  আবাসন শিল্পের প্রয়োজনীয় সরঞ্জামাদির স্টল।
 
মেলায় রয়েছে  বিভিন্ন কোম্পানির বিশেষ অফার। অনেকেই দিচ্ছেন বুকিং মানিতে বিশেষ ছাড়, কেউবা মেলা উপলেক্ষ্য প্রতিটি ফ্ল্যাটে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছেন। এই সুযোগ শুধুমাত্র মেলা চলাকালীন সময়ে।
 
রিহ্যাব আবাসন মেলা-২০১৫ চলবে আগামী ২৭ ডিসেম্বর রাত পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শণার্থীদের প্রবেশের সুযোগ রয়েছে।
 
মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকিট রয়েছে। সিঙ্গেল টিকিট এবং মাল্টিপোল টিকিট। সিঙ্গেল টিকিটের মূল্য ৫০ টাকা, মাল্টিপোল টিকিটের মূল্য ১০০ টাকা। মাল্টিপোল টিকিটে পাঁচবার মেলায় প্রবেশের সুযোগ রয়েছে।

মেলায় আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড, আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভলপমেন্ট লিমিটেড, এ্যাসুরেন্স ডেভলপমেন্ট লিমিটেড, কম্প্রিহেন্সিভ হোল্ডিং লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভলপমেন্ট লি., ডম ইনো বিল্ডার্স লি., ইস্টার্ণ হাউজিং লি., জেনেটিক  লি., মোহাম্মদী গ্রুপ, এনা রিয়েল এস্টেট প্রপার্টিস লিমিটেডসহ প্রায় শতাধিক কোম্পানি অংশ নিয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।