ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোলায় ন্যাশনাল ব্যাংকের অর্থায়নে অটো ব্রিকস ফ্যাক্টরি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
ভোলায় ন্যাশনাল ব্যাংকের অর্থায়নে অটো ব্রিকস ফ্যাক্টরি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দ্বীপজেলা ভোলায় শুক্রবার (২৫ ডিসেম্বর) উদ্বোধন হয়েছে স্বয়ংক্রিয় ইট তৈরির কারখানা ‘প্রিয় অটোমেটিক ব্রিকস লিমিটেড’।

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জয়নুল হক সিকদার প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার ও বেক্সিমকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরীফুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, প্রিয় অটোমেটিক ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মইনুল হোসেন বিপ্লবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ন্যাশনাল ব্যাংক ও এডিবির রিফাইন্যান্স স্কিমের আওতায় সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই অটো ব্রিকস ফ্যাক্টরি চীনা কোম্পানি ‘হাইব্রিড হফম্যান কিলন (এইচএইচকে)’ এর সহায়তায় স্থাপন হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।