ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেত্রকোনায় ইসলামী ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
নেত্রকোনায় ইসলামী ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনায় গরীব, অসহায় ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিতে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’র আয়োজন করেছে ইসলামী ব্যাংক।

রোববার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পৌর শহরের নাগড়া এলাকার এক কমিউনিটি সেন্টারে ইসলামী ব্যাংকের নেত্রকোনা জেলা শাখার আয়োজনে ও পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।



ক্যাম্পে অন্তত ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।

ব্যাংকের জেলা শাখার ব্যবস্থাপক মো. নাজমুল হক সাঈদী বাংলানিউজকে বলেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সৈয়দ ফেরদৌস ও গাইনি বিশেষজ্ঞ ডা. তামান্না চৌধুরী রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। পরে তাদের বিনামূল্যে লক্ষাধিক টাকার ওষুধ দেওয়া হয়।

এ সময় প্রকল্প কর্মকর্তা মো. নুরুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার আবুল কাশেম ও রেজাউল আলম অপু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।