ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বংশালে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, ডিসেম্বর ২৭, ২০১৫
বংশালে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ ছবি: সংগৃহীত

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর পুরান ঢাকার বংশালে দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ব্যাংকের পরিচালক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ’র চেয়ারম্যান আলহাজ মহিউদ্দিন আহমেদ পেয়ালালা বংশাল মসজিদ প্রাঙ্গণে দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন।



এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ইন্স্যুরেন্স’র (বিডি) ভাইস-চেয়ারম্যান আলহাজ ইসমাইল হোসেন নওয়াব এবং রূপসা গ্রুপ অব কোম্পানিজ’র ডিএমডি আলহাজ ফেরদৌস আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 
রোববার (২৭ ডিসেম্বর) ব্যাংকটির ভিপি অ্যান্ড হেড অব পিআরডি মো. সামছুদ্দোহার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
পিআর/আরএম



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।