ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে হচ্ছে দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
ফেনীতে হচ্ছে দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় দেশের সর্ববৃহৎ বিশেষ ইকোনমিক জোন স্থাপন করা হবে বলে জানা গেছে।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।



জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকারের সভাপতিত্বে সভায় আলোচনা করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী পরিচালক (সচিব) পবন চৌধুরী ও পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।

সভায় বেজার সচিব মোহাম্মদ আইয়ুব বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ওপর বিভিন্ন সচিত্র তথ্য উপস্থাপন করেন।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. মকবুল আহমেদ, ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী এহসানুল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এনামুল হক (সার্বিক), আবুল হাসেম (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জালাল সাইফুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) শাহরিয়ার আলম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

পরে সভায় অংশগ্রহণকারীরা সোনাগাজী উপজেলায় প্রস্তাবিত ইকোনোমিক জোনের জমি পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।