ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থ বছরের প্রথম ৬ মাস

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৪০ লাখ টাকা রাজস্ব আয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৪০ লাখ টাকা রাজস্ব আয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ২০১৫-১৬ অর্থ বছরের প্রথম ছয় মাসে ৪০ লাখ ৩৮ হাজার ৪১০ টাকা রাজস্ব আয় হয়েছে। এই সময়ে সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশন থেকে পাস নিয়ে চার হাজার ৮০০ জন পর্যটক সুন্দরবনে প্রবেশ করেন।



সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসএম শুয়াইব খান বাংলানিউজকে জানান, অর্থবছরের প্রথম ছয় মাসে সাতক্ষীরা রেঞ্জের অধীনস্থ বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে ১৭ লাখ ৬০ হাজার ৭০০ টাকা, কদমতলা স্টেশনে ৭ লাখ ৯৮ হাজার টাকা, কৈখালী স্টেশনে ৬ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা ও কোবাদক স্টেশনে ৮ লাখ ৪৪ হাজার ৯১০ টাকা রাজস্ব আয় হয়েছে।

তিনি বলেন, বর্তমানে পর্যটন মৌসুম চলছে। অর্থবছরের প্রথম ছয় মাসে অর্জিত রাজস্বের বেশির ভাগই গত দু’মাসে অর্জিত হয়েছে।

রাজস্ব আয়ের এই গতিশীল ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।