ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সংবিধানের অপ্রয়োজনীয় বিধি ‍ছাঁটাই করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
সংবিধানের অপ্রয়োজনীয় বিধি ‍ছাঁটাই করা হবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান

ঢাকা: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে সংবিধানের অপ্রয়োজনীয় বিধি ছাঁটাই করা হবে। যদিও সব জটিলতা দূর করা সম্ভব নয়।

তারপরও সুশাসন প্রতিষ্ঠা ও দেশকে এগিয়ে নিতে এ কাজ করতেই হবে।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ‘প্রমোশন অব এনার্জি ইফিসিয়েন্ট এলইডি লাইটিং ইন গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইন এনার্জি সার্ভিস কোম্পানি মডেল’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর লেকশোর হোটেলে ডিআইজেড এবং বিদ্যু‍ৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (শ্রেডা) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

 
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় জীবনের সবধরণের বাধা দূর করতে জনগণের সহায়তা চাই। সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারলে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব।
 
প্রমোশন অব এনার্জি ইফিসিয়েন্ট এলইডি লাইটিং ইন গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইন এনার্জি সার্ভিস কোম্পানি মডেল গৃহীত ফলাফলের উপর ভিত্তি করে পোশাক শিল্পের সুক্ষ্ম কাজের জন্য প্রয়োজনীয় আলোর মাত্রা ঠিক রেখে এলইডি বাতি ব্যবহার কতটা সাশ্রয়ী হতে পারে কর্মশালায় তা দেখানো হয়।
 
গত ছয়মাসের তুলনামূলক চিত্রে দেখানো হয় এলইডি বাতি ব্যবহারে আটটি টিউবলাইটের তুলনায় ৫৭ শতাংশ এবং পাঁচটি টিউবলাইটের তুলনায় ৩৩ শতাংশ জ্বালানি কম কম খরচ হয়। এরইসঙ্গে বছরের কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমে যাবে আড়াইশ টনের বেশি।

পরে প্রকল্পটির সফল বাস্তবায়নে স্বল্পসুদে অর্থায়ন করতে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনার বাস্তব রূপ দিতে ডিআইজেড, পূর্বাণী গ্রুপ এবং এনার্জি ও লেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি হয়।

শ্রেডার চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন, বিজিএমইএ’র জেষ্ঠ্য সহসভাপতি ফারুক হাসান, ডিআইজেড’র প্রোগ্রাম হেড ডেভিড হ্যানকক, পূর্বাণী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, এনার্জি ও ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ জোবায়ের ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক খান।
 
বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসই/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।