ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বাংলাদেশের ক্ষতি করতে প্রতিদ্বন্দ্বীরা টিআইবিকে অর্থ দিচ্ছে!’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
‘বাংলাদেশের ক্ষতি করতে প্রতিদ্বন্দ্বীরা টিআইবিকে অর্থ দিচ্ছে!’ ছবি : পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের যেন ক্ষতি হয় সেজন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশকে (টিআইবি) অর্থ দিয়ে প্রতিদ্বন্দ্বীরা বিভিন্ন গবেষণা প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় চার দিনব্যাপী আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী গাপেক্সপো’২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের সাফল্যকে ম্লান করার জন্য টিআইবি এ ধরনের গবেষণা প্রকাশ করছে। টিআইবিকে অর্থ দিয়ে আমাদের প্রতিদ্বন্দ্বীরা এসব করছে, যেন আমাদের ক্ষতি হয়। গবেষণার নামে তারা অসত্য তথ্য প্রকাশ করছে। এজন্য আমাদের সতর্ক থাকা জরুরি।

বর্তমান সরকারকে ব্যবসাবান্ধব সরকার হিসেবে উল্লেখ করে পোশাক শিল্পে এগিয়ে যাওয়ার জন্য যাবতীয় সহযোগিতার আশ্বাষ দেন বাণিজ্যমন্ত্রী।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল জ্যাকব, এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব, বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) আয়োজন করে এ সমাপনী অনুষ্ঠানের। আয়োজক সংগঠনের সভাপতি রাফেজ আলম চৌধুরী স্বাগত বক্তব্য দেন।

বিজিএপিএমইএ’র উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে দেশ বিদেশের প্রায় ৩০০ এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
একে/এএসআর

** প্রিন্টিং-প্যাকেজিংয়ের সম্পূর্ণ সমাধান জিসানে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।