ঢাকা: ইউনিমেক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিমেক ফুড ফ্যাক্টরি লিমিটেড সম্প্রতি ‘রিভোলি’ ব্র্যান্ড নামে খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করেছে।
বহুবিধ স্বাদে সমৃদ্ধ রিভোলি ব্র্যান্ড কুকিজ দিয়ে চলতি জানুয়ারি মাসে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু করে।
কোম্পানির চেয়ারম্যান আবু সালেহ্ প্রত্যয়ের সঙ্গে জানান, ইউনিমেক ফুড ফ্যাক্টরি লিমিটেড অচিরেই খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রির জগতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রতিষ্ঠানের উন্নততর পণ্য খাদ্য বিশেষজ্ঞদের কাছে সম্মানের সঙ্গে সমাদৃত হবে।
নির্মাণে অনন্য প্রতিষ্ঠানটি গাজীপুরে অবস্থিত। আধুনিকতায় সমৃদ্ধ এবং ইউরোপের শ্রেষ্ঠ প্রযুক্তি দিয়ে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে উৎপাদনে সক্ষম ইউনিমেক ফুড ফ্যাক্টরি লিমিটেড গর্বের সঙ্গে তাদের নতুন ব্র্যান্ডের পণ্য বাজারজাত করতে যাচ্ছে।
রিভোলি পণ্য তৈরি হয়েছে বেলজিয়ামের বিখ্যাত চকোলেট এবং ডেনমার্কের বিশেষ রেসিপি থেকে। প্রতিষ্ঠানটি আগামী ৩ বছরের বাস্তবধর্মী এবং সাহসী বিপণন পরিকল্পনাও গ্রহণ করেছে, যা তাদেরকে অন্যতম খাদ্য প্রস্তুতকারী হিসাবে প্রতিষ্ঠিত করবে।
ইউনিমেক ফুড ফ্যাক্টরি লিমিটেড, ইউনিমেক গ্রুপের আদি প্রতিষ্ঠান ইউনিমেক লিমিটেড তাদের প্রতিটি কাজে ‘কোড অব এক্সসিলেন্স’ বজায় রেখেছে। ইউনিমেক লিমিটেড ১৯৭২ সাল থেকে বেসামরিক বিমান পরিবহন সংরক্ষণ কাজের সঙ্গে সম্পৃক্ত বিশ্বের প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশের সকল বিমানবন্দরে যন্ত্রপাতি সরবরাহ ও সংরক্ষণ কাজে সহযোগিতা করে আসছে।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এএসআর/