ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলায় পাটজাত পণ্যের সমাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
বাণিজ্যমেলায় পাটজাত পণ্যের সমাহার ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সোনালি আঁশখ্যাত পাটের সুদিন বুঝি ফিরে এসেছে। জুতা থেকে শুরু করে ল্যাপটপ ব্যাগ, মানিব্যাগ, চাবির রিঙ সবই তৈরি হচ্ছে পাট দিয়ে।

আর এসবের বিশাল সমাহার নিয়ে প্যাভিলিয়ন সাজানো হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়।
 
মেলার মূল ফটক দিয়ে প্রবেশের পর পূর্বপ্রান্তে পাটজাত পণ্যের প্যাভিলিয়ন সাজিয়েছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন (জেডিপিসি)। এখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রস্তুত করা পাটজাত সামগ্রী নিয়ে পসরা সাজিয়েছে।
 
সোমবার (১৮ জানুয়ারি) মেলা ঘুরে দেখা গেল, পাটজাত পণ্যের প্রতি মানুষের আগ্রহের কোনো কমতি নেই।
 
ক্রিয়েটিভ (প্রা.) লিমিটেড নামে স্টলে দেখা যায়, নানা সাইজ ও রঙের ল্যাপটপের ব্যাগ রয়েছে। দাম ২ হাজার ১০০ টাকার। আইপ্যাডের ব্যাগ ৯০০ টাকায়। দুই পণ্যেই ২০ থেকে ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
 
এছাড়াও আছে ফুলের টবের বাস্কেট (১৫০ টাকা), সিকা (৭০ টাকা), টিফিন বক্স (৩০০ টাকা), ওড়না (৪৫০ টাকা), পাপোশ ১৫০ টাকা, টেবিল ম্যাট (৪০০ টাকা) বিক্রি করছে ক্রিয়েটিভ প্রা. লিমিটেড। এছাড়া বিভিন্ন ডিজাইনের শপিং ব্যাগ পাওয়া যাচ্ছে ২০০ থেকে ১ হাজার টাকায়।
 
জুটেক্স-এর স্টলে গিয়ে দেখা যায়, ল্যাপটপের ব্যাগ বিক্রি হচ্ছে ২০ শতাংশ ছাড় দিয়ে। এছাড়া জুতা ১ হাজার ২০০ টাকায়, স্যান্ডেল ২০০ টাকায়, মানিব্যাগ ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আবার কাঁধে ঝোলানো ব্যাগ পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়, অফিস ব্যাগ ৭৫০ টাকায়।
 
এদিকে এই প্যাভিলিয়নে শুধু জুতা নিয়ে পসরা সাজিয়েছে পানসী স্টল। বিক্রেতা জুয়েল বাংলানিউজকে জানান, এখানে ছেলেদের জুতা বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। আর নারীদের স্যান্ডেল পাওয়া যাচ্ছে ২০০ থেকে ২০০০ টাকায়।
 
ব্যাগ বাজারে সেলসম্যান মাজেদুল ইসলাম বলেন, তারা সাধারণত পাটজাত বিভিন্ন রকমের ব্যাগ রপ্তানি করে থাকেন। দেশের বাজারে তাদের পণ্য তেমন পাওয়া যায় না। তাই পণ্যের পরিচিতি বাড়াতেই মেলায় স্টল দেওয়া হয়েছে। ব্যাগ বাজারের ব্যাগগুলোয় নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়।
 
ভালো মানের অফিসিয়াল ব্যাগ ৩ হাজার ৭০০ টাকায়, স্পোর্টস ব্যাগ ৭০০ টাকায় বিক্রি করছে প্রতিষ্ঠানটি। ল্যাপটপ ব্যাগ বিক্রি করছে ৬৫০ থেকে ২ হাজার ২০০ টাকার মধ্যে। এছাড়া সাইড ব্যাগ ৩৫০ থেকে ৪৫০ টাকায় এবং ফাইল ব্যাগ ৪৫০ থেকে ৭০০ টাকায়।
 
শিক্ষিকা ফয়জুন নাহার বাংলানিউজকে জানান, পাটের পণ্যগুলো টেকসই হয়। আর দেখতেও আলাদা। তাই ব্যাগ কেনার জন্য এই প্যাভিলিয়নে এসেছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ইইউডি/এমজেএফ/

** বাণিজ্যমেলায় অলিম্পিকের বিস্কুটে ২০ শতাংশ ছাড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।