ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বাণিজ্যমেলায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বিনামূল্যে বেশ কিছু স্বাস্থ্যসেবা দিচ্ছে ‘সোসাইটি ফর হেলথ এডুকেশন অ্যান্ড বেসিক অ্যাডভান্সমেন্ট (সেবা) নামে একটি প্রতিষ্ঠান।
 
স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানটি মেলায় আসা দর্শনার্থীদের এসব সেবা দিতে একটি স্টল নিয়ে বসেছে।

এতে মেলা চলাকালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ওজন মাপা, প্রেসার মাপা ও ফিজিওথেরাপি করা হয়ে থাকে।
 
প্রতিষ্ঠানটির অ্যাডমিন ও ফিন্যান্স বিভাগের কর্মকর্তা সাজেদুর রহমান বাংলানিউজকে জানান, মেলায় আসা দর্শনার্থীদের জন্য ওই চারটি স্বাস্থ্যসেবা বিনামূল্যে করা হচ্ছে। এতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
 
প্রতিদিন একজন বিশেষজ্ঞ, চিকিৎসকের দুইজন সহযোগী, দুইজন নার্স ও একজন পরিদর্শকসহ ছয়জন কর্মী স্বাস্থ্যসেবায় কাজ করছেন জানিয়ে তিনি বলেন, দিনে গড়ে ২০০ মানুষের ডায়বেটিস পরীক্ষা ও এক হাজার মানুষকে অন্যান্য সেবা দেওয়া যাচ্ছে।
 
তিনি বলেন, এসব পরীক্ষা ছাড়াও মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন টিপসও দেওয়া হয়। সুযোগ পেলে মেলার মতো দেশের অন্যান্য এলাকাতেও মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সেবা প্রতিষ্ঠানটি প্রস্তুত বলেও জানান সাজেদুর।
 
দর্শনার্থীদের মধ্যে স্বাস্থ্যসেবা দিতে অ্যালবো মেডিকেল সার্ভিসেস ও ট্রান্সবা মেডিকেল সার্ভিসেস যৌথভাবে প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করছে।
 
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
টিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।