ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিটিসিএলের মাস্টার রোল কর্মচারীদের আল্টিমেটাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
বিটিসিএলের মাস্টার রোল কর্মচারীদের আল্টিমেটাম ছবি: পিয়াস- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চাকরি স্থায়ীকরণে সরকারকে ৩১ জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম বেঁধে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মাস্টার
রোল কর্মচারীরা।

বুধবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিটিসিএল মাস্টার রোল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ আল্টিমেটাম
দেওয়া হয়।



কর্মসূচিতে সংগঠনের সভাপতি মো. ইকবাল হোসেন তুহিন বলেন, সারাদেশে মাস্টার রোলে এক হাজার ৮৫৭জন কর্মচারী প্রায় ১৯ বছর ধরে চাকরি করে আসছেন। বিভিন্ন সময় স্থায়ী নিয়োগ দেওয়ার দাবি জানানো হলে তা করা হয়নি।

‘এসব দাবি আদায়ের জন্য আন্দোলন করলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তা স্থগিত করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে অন্যান্য দফতরে কর্মরত মাস্টার রোল কর্মচারীদের স্থায়ী করলেও রাষ্ট্রীয় কোম্পানি বিটিসিএল এ তা করা হয়নি। ’
 
তিনি বলেন, এসব দাবি নিয়ে গত বছরের ৫ নভেম্বর বিটিসিএল এমডি জিএফএ চৌধুরীর সঙ্গে আলোচনা হয়। তিনি আশ্বাস দিয়ে এক সপ্তাহ সময় নেন।

কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও আমরা এখনও সে বিষয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত পাইনি। এরপর ২৮ ডিসেম্বর থেকে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করে আসছি।

আগামী ৩১ জানুয়ারির মধ্যে স্থায়ী নিয়োগ না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

এদিকে কর্মসূচি শেষে সারাদেশে এক হাজার ৮৫৭ জন কর্মচারীর চাকরি স্থায়ীকরণে প্রধানমন্ত্রী এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরইউ/এসজেএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।