ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৭৯০ কোটি টাকা ব্যয়ে ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
৭৯০ কোটি টাকা ব্যয়ে ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন

ঢাকা: ঢাকা-আশুলিয়া এবং ইস্ট-ওয়েস্ট (মিডিল/আউটার রিংরোড) এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে পরমর্শক নিয়োগসহ ৭৯০ কোটি টাকা ব্যয়ে ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
 
বুধবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ অনুমোদন দেয়।

সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারি জানান, ঢাকা-আশুলিয়া এবং ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে।
 
তিনি বলেন, অস্ট্রেলিয়াভিত্তিক এসএমইসি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, বেলিজিয়াম এবং বাংলাদেশের দু’টি প্রতিষ্ঠান যৌথভাবে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করবে। এ কাজে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ২২ লাখ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, পদ্মা বহুমুখি সেতু নির্মাণ প্রকল্পের ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালট্যান্সি (এমএসসি) সার্ভিসেসের পরামর্শক নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে। এতে ব্যয় হবে ১৬৮ কোটি ৫৭ লাখ টাকা।
 
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন সিরাজগঞ্জে নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের চুক্তির বাইরে অতিরিক্ত কাজের জন্য ব্যয় বেড়েছে। আগে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২৫১ কোটি ৪৩ লাখ টাকা। তা বেড়ে দাঁড়িয়েছে ২৫৪ কোটি ২১ লাখ টাকা।

ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরাল একটি ডুয়েলগেজ রেললাইন নির্মাণ শীর্ষক প্রকল্পের বিভিন্ন কাজের জন্য পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট নামের একটি প্রতিষ্ঠান এ প্রকল্পের কাজ করবে। এতে মোট ব্যয় হবে ১১ কোটি ৫৭ লাখ টাকা।
 
রেলওয়ের আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত বিদ্যমান রেললাইনকে ডুয়েলগেজ লাইনে রূপান্তর করতে কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ার্সকে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ কাজে ব্যয় হবে ২৩১ কোটি ৩৭ লাখ টাকা।

বৈঠকে ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালার চর পর্যন্ত নতুন রেলপথে দু’টি রেলওয়ে ব্রিজ নির্মাণে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তমা কন্সট্রাকশন প্রকল্প দু’টি বাস্তবায়ন করবে। এ কাজে ব্যয় হবে ১০৮ কোটি ২৬ লাখ টাকা।
 
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২০১৬
এসএমএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।