ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিকাশ-এ দেওয়া যাবে জবিতে ভর্তির ফি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
বিকাশ-এ দেওয়া যাবে জবিতে ভর্তির ফি

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষার ফি বিকাশ’র মাধ্যমে দিতে পারবেন।

 

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ-এর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


 
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাশের চিফ কমার্শিয়াল কর্মকর্তা রেজাউল হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভুঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যপক ড. মীজানুর  রহমান, রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান, বিকাশ’র চিফ ফিনান্সিয়াল কর্মকর্তা মঈনুদ্দীন মোহাম্মদ রাহগীর, হেড অব বিজনেস সেলস গোলাম আঞ্জুমানারুল ইসলাম, চ্যানেল ম্যানেজার আহসানুল কবির ও একাউন্ট ম্যানেজার সৈয়দ নাইম আহমেদ।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এসই/জিসিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।