ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
ইসলামী ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

ঢাকা: ইসলামী ব্যাংকের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী।

মঙ্গলবার (১৬ আগস্ট) অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এর আগে, দিনটি উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে প্রতিষ্ঠানটি। গত শনিবার (১৩ আগস্ট) কর্মসূচির প্রথম দিনে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার, পরিচালকসহ ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মসূচির দ্বিতীয় দিন রোববার (১৪ আগস্ট) ব্যাংকের ৩০৪টি শাখা এবং ১৪টি জোন কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচির তৃতীয় দিন সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া-মোনাজাতের পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, পরিচালক প্রফেসর ড. কাজী শহিদুল আলম, মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, মো. ওয়াহিদুজ্জামান খন্দকার, মো. সাইফুল ইসলাম (এফসিএ, এফসিএমএ), মো. জয়নাল আবেদীন ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ব্যাংকের পক্ষে   পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া (এফসিএ), মো. মাহবুব-উল-আলম, আবদুস সাদেক ভূঁইয়া, মো. শামসুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল জব্বার, মো. শফিকুর রহমান, মো. কবির হোসেন, মো. ওবায়দুল হক, মোহা. মোহন মিয়া, মো. কাওছার-উল-আলম, মো. মোশাররফ হোসাইন, মো. ইয়ানুর রহমান, কোম্পানি সচিব আবু রেজা মো. ইয়াহিয়া ও সিএফও মোহাম্মদ শহীদ উল্লাহসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।