ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোনের সঙ্গে কার সিলেকশনের চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
গ্রামীণফোনের সঙ্গে কার সিলেকশনের চুক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রামীণফোনের বিজনেস সল্যুশনস বেছে নিয়েছে দেশের অন্যতম যানবাহন আমদানিকারক এবং সার্ভিস সেন্টার কার সিলেকশন।
 
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, গ্রামীণফোনের হেড অব এন্টারপ্রাইজ মার্কেট সাজ্জাদ আলম এবং কার সিলেকশনের মালিক আসলাম সেরনিয়াবাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন।


 
এতে বলা হয়, সাধারণ টেলিযোগাযোগের পাশাপাশি কার সিলেকশন তার যানবাহনের ডিজিটাল নিরাপত্তারক্ষায় গ্রামীণফোনের ভেহিক্যাল ট্র্যাকিং সেবাও ব্যবহার করবে।
 
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান এবং হেড অব আইওটি, এমফোরডি ও ডিভাইস রবিন্দর পারাসার চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমআইএইচ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।