ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিজিটাল পদ্ধতিতে করদাতা সেবা

শক্তিশালী হচ্ছে এনবিআরের আইটি ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
শক্তিশালী হচ্ছে এনবিআরের আইটি ইউনিট

ঢাকা: ভোগান্তি ও হয়রানিমুক্ত সেবা দিতে বদ্ধপরিকর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ডিজিটাল পদ্ধতিতে করসেবা দিতে প্রস্তুতির অংশ হিসেবে শক্তিশালী করা হচ্ছে এনবিআরের আইটি ইউনিটকে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) এনবিআর সম্মেলনে কক্ষে ‘আইআরডি-এনবিআর সমন্বয় সভায়’ এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন।

সভায় সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ আইটি ইউনিটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, এনবিআর দেশের মোট কর রাজস্বের প্রায় ৯৫ শতাংশ, রাজস্ব সম্পদের প্রায় ৮৬ শতাংশ সংগ্রহের পাশাপাশি জাতীয় বাজেটের প্রায় ৬০ শতাংশ যোগান দিয়ে থাকে।

করদাতাদের আধুনিক ও যুগোপযোগী সেবা দেওয়ার পাশাপাশি তাদের সন্তুষ্টি, সেবার মান আরো উন্নততর ও দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘ডিজিটাল করদাতা সেবা’ দিতে প্রস্তুত হচ্ছে এনবিআর।

সভায় আরো বলা হয়, করদাতাদের ডিজিটাল পদ্ধতিতে সর্বোচ্চ সেবা দ্রুত দিতে এনবিআর বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আয়কর, শুল্ক ও মূসক সংশ্লিষ্ট কার্যাবলিসমূহ অটোমেশনের লক্ষ্যে এনবিআর তথ্য-প্রযুক্তি ইউনিটকে আরো আধুনিক ও শক্তিশালী করা হচ্ছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর আওতায় এনবিআরকে ঢেলে সাজানো হয়েছে। করদাতাদের ডিজিটাল সেবা দিতে স্থাপন করা হয়েছে আইসিটি বিভাগ।

‘ডিজিটাল সেবা দিতে শক্তিশালী করা হচ্ছে আইটি ইউনিটকে। একজন করদাতা কর অঞ্চল, কর অফিসে না গিয়ে ঘরে বসেই সব ধরনের সেবা পেতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। ’, যোগ করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
আরইউ/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।