ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শক্তিশালী হচ্ছে এডিআর, ৮ নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
শক্তিশালী হচ্ছে এডিআর, ৮ নির্দেশনা

ঢাকা: বিপুল পরিমাণ অনাদায়ী বকেয়া রাজস্ব আদায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রাজস্ব বোর্ডের আয়কর, শুল্ক ও মূসক অনুবিভাগের অধীনে প্রায় ২৪ হাজার মামলায় ৩১ হাজার কোটি টাকার অনাদায়ী রাজস্ব রয়েছে।

বিপুল সংখ্যক মামলা পরিচালনায় বর্তমান পদ্ধতিতে দ্রুত মনিটরিং ও নিষ্পত্তি সম্ভব হচ্ছে না। ফলে দিন দিন মামলার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি রাজস্বের পরিমাণও বাড়ছে। দ্রুত মামলা নিষ্পত্তি ও রাজস্ব আদায় হলে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। সে লক্ষ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিকে অধিক কার্যকর করার বিকল্প নেই বলে সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২১ আগস্ট) এনবিআর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এডিআরকে শক্তিশালী করতে আট নির্দেশনা দেন চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সভায় এডিআর কার্যক্রমকে অধিকতর কার্যকর ও মনিটরিংয়ে বিশেষ গুরুত্বারোধ করে চেয়ারম্যান কর্মকর্তাদের আট ধরনের নির্দেশনা দেন।
 
নির্দেশনার মধ্যে অন্যতম হিসেবে রয়েছে, বছরের শুরুতেই প্রতিটি কমিশনারেটের এডিআরের মাধ্যমে সম্ভাব্য নিষ্পত্তিযোগ্য মামলার একটি তালিকা প্রণয়ন করা। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (এপিএ) লক্ষ্যমাত্রা অনুযায়ী বেশি বেশি মামলা দ্রুত নিষ্পত্তি করা। নিষ্পত্তিযোগ্য মামলার তালিকা তৈরি রাখা।
 
তালিকার আলোকে আয়কর, শুল্ক ও মূসক অনুবিভাগের মাঠ পর্যায়ের দফতরসমূহকে বছরব্যাপী একটি উপযোগী ও বাস্তবসম্মত ‘এডিআর টার্গেট’ নির্ধারণে কাজ করা।

সভায় চেয়ারম্যান বলেন, জনকল্যাণে রাজস্ব বোর্ডকে আরও গতিশীল ও সুশাসনযুক্ত সেবা প্রদানের মাধ্যমে এডিআর কার্যক্রমকে কার্যকর করা অপরিহার্য।

তিনি বলেন, মামলা দ্রুত নিষ্পত্তিতে সফটওয়্যার চালু, রিটেইনার নিয়োগ, অ্যাটর্নি জেনারেলের অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
আরইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।