ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দারিদ্র্য নিরসনে সাফল্য উৎসব করবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
দারিদ্র্য নিরসনে সাফল্য উৎসব করবে সরকার

ঢাকা: দারিদ্র্য নিরসনে আগামী ১৭ অক্টোবর ঢাকায় সাফল্য উৎসব করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আবুল মাল আবদুল মুহিত বলেন, এই উৎসবে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দারিদ্র্য নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে একটি ‘কী নোট’ উপস্থাপন করা হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ছাড়াও বিভিন্ন দেশের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ সময় অর্থমন্ত্রী বাংলাদেশের দারিদ্র্যের জন্য পাকিস্তানকে দায়ী করেন।

এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে ডেন্টাল ইউনিটগুলোর জন্য প্রস্তাবিত ২৭২টি এবং ঢাকা ডেন্টাল কলেজ ও হাপসপাতালের জন্য ১৩০টি শিক্ষক চিকিৎসক পদ সৃজনের আবেদন জানান বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।

এ সময় সংগঠনটির সভাপতি আবুল কাশেম ও মহাসচিব হুমায়ূন কবির বুলবুলের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এসই/এমএ/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।