ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোক্তা-উদ্যোক্তাদের পদচারণায় জমজমাট টেক্সটেক এক্সপো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
ভোক্তা-উদ্যোক্তাদের পদচারণায় জমজমাট টেক্সটেক এক্সপো ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ভোক্তা,দর্শক ও উদ্যোক্তাদের পদচারণায় জমে উঠেছে টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘১৭তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬’ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

চার দিনব্যাপী এ এক্সপো’র আয়োজন করেছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড-সেমস গ্লোবাল।

প্রর্দশনী ঘুরে দেখা গেছে, বিভিন্ন দেশের নামকরা গার্মেন্টসে ব্যবহৃত পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলো উদ্যোক্তা ও ভোক্তাদের কাছে তাদের পণ্যের গুণগত মান তুলে ধরছেন। আমদানিককারকরা পণ্যের দাম, সরবরাহ সুবিধাসহ বিভিন্ন বিষয় জেনে নিচ্ছেন।

এবারের প্রদর্শনীতে ২৩টি দেশের ১ হাজার ৫০টি প্রতিষ্ঠান তাদের গার্মেন্টস সংশ্লিষ্ট পণ্য প্রর্দশন করছে।

আইসিসিবি’র চারটি হল ও খোলা জায়গায় আরো নয়টি প্যাভেলিয়নে এ প্রর্দশনীর অায়োজন করা হয়েছে।

চীনের অংশগ্রহণকারী কোম্পানি চিয়ো দায়াও টেক্সটাইল কোম্পানি লিমিটেডের সেলস ডিরেক্টর চার্লস বাংলানিউজকে বলেন, ‘বাংলাদেশ গার্মেন্টস পণ্য প্রর্দশনীর গুরুত্বপূর্ণ স্থান। এখানকার পোশাক শিল্প আন্তর্জাতিক মানের। গতকাল শুরু হওয়া এ প্রর্দশনীতে আজ  আশানুরুপ ফল পাওয়া গেছে। বিশেষ করে আজকে বেশ কিছু বায়ার কোম্পানির প্রতিনিধি
এসেছেন। যাদের সঙ্গে আমাদের পণ্য নিয়ে আলোচনা হয়েছে। আশা করি, প্রর্দশনী শেষে ভালো ফলাফল পাবো’।

এ ধরনের অায়োজনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এ প্রদর্শনীর মাধ্যমে ভোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে। অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিরও  উন্নয়ন সাধন হবে’।
 
ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান শ্যাম সুন্দর এক্সপোর্ট হাউসের স্বত্ত্বাধিকারী অলক ভালো বলেন, ‘বড় ব্যবসায়িক লক্ষ্য নিয়ে প্রর্দশনীতে অংশ নিচ্ছি। কারণ, বাংলাদেশে গার্মেন্টস পণ্য রফতানির ভালো সুযোগ আছে। এখানে প্রচুর গার্মেন্টস কোম্পানি রয়েছে। আশা করি, লক্ষ্য পূরণ করতে পারবো’।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এমসি/এএসআর‍

** দুর্গম পথের সঙ্গী ই-ক্যাপ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।