ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলন বুধবার

ঢাকা: মানিলন্ডারিং সন্ত্রাস ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম এপিজি কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।

এ নিয়ে বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ ব্যাংক।

 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিভিউ (আইসিআরজি) প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার যে আশঙ্কা করা হয়েছিলো তা থেকে পুরোপুরি মুক্ত হয়েছে বাংলাদেশ।

এরই পরিপ্রেক্ষিতে মিউচ্যুয়াল ইভ্যালুয়েশন প্রক্রিয়ার চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে অবহিত করতে বুধবার দুপুর ১২ টায় এ সংবাদ সম্মেলেনর আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলের ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।