ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আঞ্চলিক যোগাযোগের উন্নয়নে ৮ বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
আঞ্চলিক যোগাযোগের উন্নয়নে ৮ বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

ঢাকা: আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সরকারি ও বেসরকারি খাতের উন্নয়নের লক্ষ্যে ৮ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আগামী পাঁচ বছরের (২০১৬-২০২০) মধ্যে এই ঋণ দেবে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এডিবি পরিচালনা বোর্ড এ ঋণ অনুমোদন দিয়েছে বলে জানায় এডিবির ঢাকা কার্যালয়ের মুখপাত্র গোবিন্দ বার।

এডিবির বাংলাদেশ কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি বলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল-এর অধীনে বাংলাদেশের লক্ষ্য পৌঁছাতে এই ঋণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দারিদ্র্য বিমোচন, মধ্য আয়ের দেশ হিসেবে মর্যাদা এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনেও এই ঋণ সহায়ক হবে। কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক সুষম প্রবৃদ্ধির জন্য পল্লী উন্নয়ন করতে হবে।

এ ঋণ ব্যবহার করে অবকাঠামোগত উন্নয়ন, মানবসম্পদ বৃদ্ধি, অর্থনৈতিক করিডোর উন্নয়ন, গ্রামীণ জীবিকার উন্নয়ন, জলবায়ু এবং উপকূলীয় অবকাঠামো উন্নয় করা হবে।

এডিবি আরও জানায়, অর্থনৈতিক করিডরের উন্নয়ন করতে এই ঋণ সহায়ক হবে। আঞ্চলিক ও বৈশ্বিক মানের সড়কের উন্নয়ন করা হবে। ঢাকা থেকে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে। দেশের দক্ষিণ-পশ্চিমে অর্থনৈতিক করিডোরের উন্নয়নের পাশাপাশি দেশের দক্ষিণ-পূর্ব অংশ এবং কক্সবাজার পর্যন্ত সড়কের উন্নয়নে নানা প্রকল্প নেওয়া হবে ঋণের আওতায়।

রেলওয়ে এবং সড়ক নেটওয়ার্কের ধারণক্ষমতার উন্নতি, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন, ঢাকা শহরের পরিবহন ব্যবস্থা; বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ; আঞ্চলিক শক্তি বাণিজ্য সহ এনার্জি সঞ্চালনেও নানা উদ্যোগ নেওয়া হবে। নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন; জেলা এবং শহরসহ দেশব্যাপী নানা সেবা বাড়ানো হবে। বিশেষ করে পানিসম্পদ ব্যবস্থাপনা আরও উন্নত করতে কল্যাণমুখী প্রকল্প হাতে নেওয়া হবে।

বেসরকারি খাতের উন্নতি, সরকারি-বেসরকারি অংশীদারীর মাধ্যমে সরকারি আর্থিক ব্যবস্থাপনা উন্নত করা হবে এ ঋণের আওতায়।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এমআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।