ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিপি থেকে বাদ যাচ্ছে ৩৫ প্রকল্প

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এডিপি থেকে বাদ যাচ্ছে ৩৫ প্রকল্প

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন ‘পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পের অগ্রগতি মাত্র এক শতাংশ।  

মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২২ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্মাণ কাজের ওয়ার্ক অর্ডার দেওয়ার কথা ছিল টেন্ডার কমিটির।

তবে সর্বনিম্ন দরদাতার দর প্রকল্পের প্রাক্কলিত ব্যয় থেকে ৩০ শতাংশ বেশি হওয়ার কারণে অনুমোদনের জন্য ফাইল মন্ত্রণালয়ে পড়ে আছে। ‍

ওয়ার্ক অর্ডারের পর নির্মাণ কাজ শুরু হলেই প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাবে। প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) সংশোধন এবং টেন্ডার প্রক্রিয়ার জন্য প্রকল্পের অগ্রগতি কম হয়েছে।
 
এটিসহ মোট ৩৫টি প্রকল্পের অগ্রগতি ৫ শতাংশের কম। ২০১৬-১৭ অর্থবছরের মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভূক্ত ওই ৩৫ প্রকল্প বাতিলের সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।

শেষ সময়েও এসব প্রকল্পের অগ্রগতি ৫ শতাংশের কম। যে কারণে বাতিলের খাতায় যাচ্ছে প্রকল্পগুলো। ‍সার্বিক তথ্য পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ‍আইএমইডি।

আইএমইডি’র মাধ্যমে চিহ্নিত করে কম অগ্রগতি সম্পন্ন ও মেয়াদ উত্তীর্ণ স্থবির প্রকল্পগুলোর হালনাগাদ অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় সম্পর্কে আলাপ-আলোচনা এবং যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এডিপি থেকে বাদ দেওয়ার প্রস্তাবনা পরিকল্পনামন্ত্রীকেও অবহিত করা হয়েছে।
 
৩৫টি প্রকল্প বাদ দেওয়া প্রসঙ্গে আগামী রোববার (০২ অক্টোবর) বিকেলে রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একটি সভাও হবে। চলতি অর্থবছরে এডিপি অন্তর্ভূক্ত ও মেয়াদ উত্তীর্ণ স্থবির প্রকল্পগুলোর হালনাগাদ অগ্রগতিসহ কম অগ্রগতি প্রকল্পগুলো নিয়ে আলোচনা হবে সভায়।
 
পরিকল্পনা বিভাগের সচিব তারিক-উল-ইসলাম বাংলানিউজকে বলেন, ‘প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে রোববার সভা হবে। কম অগ্রগতি সম্পন্ন প্রকল্পের বিষয়েও আমরা চূড়ান্ত পদক্ষেপ নেবো। সার্বিক বিষয়টির দেখভাল করছে আইএমইডি’।

আইএমইডি থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, এডিপি থেকে সবচেয়ে বেশি প্রকল্প বাদ পড়ছে বিদ্যুৎ বিভাগের ১১টি। রেলপথ মন্ত্রণালয়ের পাঁচটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি, স্থানীয় সরকার বিভাগের তিনটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দু’টি, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের একটি, শিল্প মন্ত্রণালয়ের তিনটি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প বাদ দেওয়া হচ্ছে। এসব প্রকল্পের অগ্রগতি ৫ শতাংশের বেশি দেখাতে পারেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ।

এডিপি থেকে বাদ দেওয়ার কারণও উল্লেখ করেছে আইএমইডি।

আইএমইডি’র প্রতিবেদনে দেখা গেছে, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার নৌ-বন্দর স্থাপন’ প্রকল্পের অগ্রগতি মাত্র শূন্য দশমিক ০২ শতাংশ। মন্ত্রণালয় জানায়, সমীক্ষা কাজ সম্পাদন ও ডিটেইল প্রজেক্ট রিপোর্ট চূড়ান্তকরণে বিলম্ব হওয়ার কারণে প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।