ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গতিশীল অর্থনীতির চিত্র দিল্লিতে তুলে ধরলেন মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
গতিশীল অর্থনীতির চিত্র দিল্লিতে তুলে ধরলেন মন্ত্রী

ঢাকা: শেখ হাসিনা সরকারের গতিশীল অর্থনীতির চিত্র দিল্লিতে তুলে ধরেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
 
শুক্রবার (০৭ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম (ডব্লিওইএফ) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) যৌথভাবে আয়োজিত আঞ্চলিক অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য রাখেন মন্ত্রী।

শ্রীলংকার প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করেন। এতে মন্ত্রী, পদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
 
পরিকল্পনা মন্ত্রী  বলেন, নিজেদের  আওতায় থাকা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিজেদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। আকর্ষণীয় প্রবৃদ্ধি অর্জন এবং বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী কাজে লাগিয়ে লাভবান হওয়ার জন্য দক্ষিণ এশিয়া খুবই সম্ভাবনাময় একটি অঞ্চল।
 
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, ফলপ্রসূ একটি সক্রিয় আঞ্চলিক অর্থনৈতিক বলয় গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। বাংলাদেশ, ভুটান, নেপাল ও ভারতের মধ্যে হাইড্রো–ইলেকট্রিক ক্ষেত্রে সুদৃঢ় সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দেশগুলোর লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।  

দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সমন্বিতভাবে তাদের আয়ত্বে থাকা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।