ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সীমান্ত ব্যাংকের যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
সীমান্ত ব্যাংকের যাত্রা শুরু

ঢাকা: যাত্রা শুরু করলো বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত ব্যাংক।
 
রোববার (৯ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির পিলখানা সীমান্ত স্কয়ারে ব্যাংকের প্রথম শাখার উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ও সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আজিজ আহমেদ।


 
এসময় তিনি বলেন, এ ব্যাংক বিজিবির সব বর্তমান ও অবসরপ্রাপ্ত সদস্যসহ দেশের আপামর জনসাধারণের অর্থনৈতিক কল্যাণে কাজ করবে। সীমান্ত ব্যাংক বর্ডার এলাকায় তাদের ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করে সীমান্তের জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে সীমান্ত এলাকায় অপরাধ কমিয়ে আনতে সহায়তা করবে।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।