ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সানসিল্ক আনলো অনলাইন প্ল্যাটফরম ‘অল থিংস হেয়ার’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
সানসিল্ক আনলো অনলাইন প্ল্যাটফরম ‘অল থিংস হেয়ার’ ছবি: কাশেম হারুন

ঢাকা: চুলের যত্নে কমিউনিউকেশন অনলাইন প্ল্যাটফরম ‘অল থিংস হেয়ার’ ইউটিউব চ্যানেলটি বাংলাদেশে আনলো সানসিল্ক। এছাড়া বাজারে 'বাহিরে নতুন, ভেতরে দারুণ' পরিচয়ে নিয়ে এসেছে নতুন সানসিল্ক।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বর্ণিল আয়োজনের মাধ্যমে  'সানসিল্ক’র রিলঞ্চ এবং নতুন অনলাইন প্ল্যাটফরম ' অল থিংস হেয়ার (এটিএইচ)' এর লঞ্চ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়- চুলের যত্নে বিশ্বব্যাপী সমাদৃত অনলাইন কমিউনিকেশন প্লাটফরম 'অল থিংস হেয়ার' ইউটিউব চ্যানেলটি আনার মাধ্যমে সানসিল্ক পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলার পথ তৈরি করলো।  

এ ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফরমের মাধ্যমে দেশের ব্লগারদের সব লেটেস্ট হেয়ার স্টাইল ও ট্রেন্ড অনলাইনে সবার সঙ্গে শেয়ার করতে পারবে মেয়েরা। সেই সঙ্গে ঘরে বসেই মেয়েরা এই হেয়ার স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারবে।

মেয়েরা এখন ইউটিউবে 'অল থিংস হেয়ার বাংলাদেশ'  লিখে সার্চ দিলে তাদের পছন্দের হেয়ার স্টাইলগুলো খুঁজে পাবে।

নতুন সানসিল্কের বিষয়ে জানানো হয়, সানসিল্ক এদেশে হেয়ার কেয়ার কমিউনিকেশনের পাইওনিয়ার ব্র্যান্ড। সানসিল্কের চারটি ভ্যারিয়েন্টের প্রতিটি এখন পাওয়া যাবে নতুন, আধুনিক এবং আকর্ষণীয় মোড়কে। আর এই সানসিল্ক কাজ করবে প্রথম ওয়াশ থেকেই দেবে আরও ঘন, মসৃণ এবং ঝলমলে চুল।

অনুষ্ঠানে নজরকাড়া হেয়ার স্টাইলের মাধ্যমে মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন জাহানারা আলম, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, নুসরাত ফারিয়া এবং জান্নাতুল ফেরদৌস পিয়া'র ফ্যাশন শো'তে অংশ নেন। এছাড়া মিউজিকের মনোমুগ্ধকর পারফরমেন্সের আয়োজন করা হয়।

এ সময় দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্লগারস,সেলিব্রেটি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, অক্টোবর ১৫,  ২০১৬ 
এমসি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।