ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগামী বছরে রফতানি ৩৭ বিলিয়ন ডলার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
আগামী বছরে রফতানি ৩৭ বিলিয়ন ডলার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী বছর রফতানি হবে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছর যা ৩৪ বিলিয়ন।

২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দারিদ্র তিন শতাংশের নিচে নামিয়ে আনতে হবে। পাশাপাশি মোট দেশজ উৎপাদন ৮ দশমিক ৮৭ শতাংশে উন্নীত করতে হবে। আর এসব কিছুই সম্ভব হবে চীনের সঙ্গে করা চুক্তিগুলো বাস্তবায়নের ফলে।
 
শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ইয়াং লিডার্স প্রোগ্রামের চতুর্থ পর্বের লোগো ‌উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার বড় দিক হচ্ছে তার বৈশ্বিক নীতি অত্যন্ত শক্তিশালী। যে কারণে বাংলাদেশের সঙ্গে বিশ্বের সবদেশের সুসম্পর্ক বজায় রয়েছে।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, নেতৃত্ব তৈরির হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে। বিশ্ববিদ্যালয় নেতা তৈরির কারখানা। শুধু উচ্চ শিক্ষা নিলেই হবে না। দেশকে ভালোবাসতে হবে।
 
বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ম্যান্ডেলার বরাত দিয়ে বলেন, দারিদ্র থেকে বেরিয়ে যাওয়ার গেটপাস হচ্ছে শিক্ষা। শিক্ষা হচ্ছে কর্মজীবনের গেটপাস। রাজনীতিবিদরা মানুষের সমস্যার সমাধান দিতে পারেন না, কেবল রাস্তা দেখাতে পারেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, প্রকৃত অর্থে জনসম্পদ তৈরি করতে হলে শুধু সরকার নয় অনেক বেসরকারি প্রতিষ্ঠান কেও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এই ইয়ং লিডার্সশিপ প্রোগাম সাহায্য করবে। শিক্ষার্থীরা উন্নত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। শিক্ষার্থীদের নিয়ে এমন উন্নয়নবান্ধব প্রোগ্রামের জন্য আয়োজকদের ধন্যবাদ।

ইয়াং লিডার্স প্রোগ্রামের প্রকল্প পরিচালক ফারজানা ব্রাউনিয়া বলেন, এই অনুষ্ঠানের সঙ্গে ইউজিসির যে সম্পৃক্ততা, সেটি এর কাজকে অনেক বেশি শক্তিশালী করবে।
 
এছাড়াও বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মোক্তাদির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ‌ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কামরুল হাসান খান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নুরন্নবী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিচারক তাসলিম আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।