ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চীনের সাংহাইয়ের রূপ নেবে চট্টগ্রাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
চীনের সাংহাইয়ের রূপ নেবে চট্টগ্রাম ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কর্ণফুলী নদীর টানেল নির্মিত হলে চট্টগ্রাম চীনের সাংহাইয়ের মতো রূপ নেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেতু ভবনে কর্ণফুলী নদী টানেল নির্মাণ প্রকল্পের সুপারভিশন কনসালট্যান্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

চুক্তিতে স্বাক্ষর করেন সেতু কর্তৃপক্ষের (বিবিএ) পক্ষে  প্রধান প্রকৌশলী কবীর আহমেদ ও এসএমইসি’র চিফ টেকনিক্যাল প্রিন্সিপাল প্রজেক্ট ম্যানেজমেন্ট গেভিন হেরল্ড।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,  কর্ণফুলী টানেল এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে। শহরের উন্নয়ন ত্বরান্বিত হবে। ঢাকা- চট্টগ্রাম- কক্সবাজারের মধ্যে একটি সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে ব্যয় হবে আট হাজার ৪৪৬ কোটি টাকা। চট্টগ্রাম শহরের চেহারা পাল্টে যাবে এ টানেল নির্মাণের মাধ্যমে। তখন চট্টগ্রাম চীনের সাংহাইয়ের রূপ নেবে।

সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবীর আহমেদ জানান, সম্পাদিত চুক্তির মূল্য ২৯১ কোটি টাকা। গত ১৪ অক্টোবর চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী টানেল নির্মাণ কাজের উদ্বোধন করেন।

একই দিন চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে ৭০৫ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পের দৈর্ঘ্য হবে নয় হাজার ২৬৫ মিটার। টানেলের দৈর্ঘ্য হবে তিন হাজার পাঁচ মিটার।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬

ইউএম/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।