ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের লোকসানি শাখা ৫৮৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের লোকসানি শাখা ৫৮৯

ঢাকা: সমঝোতা চুক্তি করেও কোনো উন্নতি হচ্ছে না রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকের। খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও লোকসানি শাখার সংখ্যা বেড়েই চলেছে।



চলতি বছরের জুন শেষে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের লোকসানি শাখা বেড়ে ৫৮৯টিতে দাঁড়িয়েছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত লোকসানি শাখা ছিল ১৮৩টি। অর্থাৎ, মাত্র ছয় মাসে এ চার ব্যাংকের লোকসানি শাখা বেড়েছে ৪০৬টি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন মতে, জুন শেষে সোনালী ব্যাংকের শাখা ১ হাজার ২০৮টি। এর মধ্যে লোকসানি শাখা ২৯০টি। গত ডিসেম্বর শেষে ছিল ১২৪টি। গত জুন শেষে অগ্রণী ব্যাংকের মোট ৯৩২ শাখার মধ্যে লোকসানি শাখার সংখ্যা দাঁড়িয়েছে ৯৯টিতে। গত ডিসেম্বরেও ব্যাংকটির লোকসানি শাখা ছিল মাত্র ৩৪টি।

জনতা ব্যাংকের ৯০৯ শাখার মধ্যে জুন শেষে লোকসানিতে রয়েছে ৭৪টি। যদিও গত ডিসেম্বরে লোকসানি শাখা ছিল মাত্র ১৫টি। আর রূপালী ব্যাংকের ৫৬০টি শাখার মধ্যে জুন শেষে লোকসানি শাখা দাঁড়িয়েছে ১২৬টিতে। গত ডিসেম্বরে ব্যাংকটির মাত্র ১০টি শাখা লোকসানে ছিল।

** রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের অবনতিতে ক্ষুব্ধ গভর্নর

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ২০১৬
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।