ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনুমোদনের অপেক্ষায় আইডিআরএ’র চূড়ান্ত নিয়োগবিধি

মাহফুজুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
অনুমোদনের অপেক্ষায় আইডিআরএ’র চূড়ান্ত নিয়োগবিধি

ঢাকা: লোকবলের অভাবে গঠনের পর থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)।   তবে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় থাকা চূড়ান্ত  নিয়োগ বিধিমালা অনুমোদিত হয়ে এর ভিত্তিতে নিয়োগ সম্পন্ন হলে সংকট কেটে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বিমা খাতের অনিয়ম দূর ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ২০১০ সালে গঠিত হয় আইডিআরএ। বিমা উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১০ অনুসারে গঠিত হওয়া এ কর্তৃপক্ষের চূড়ান্ত অর্গানোগ্রাম অনুমোদন ও পদ সৃজিত হয়নি গত ছয় বছরেও।

ফলে নিয়োগ সম্ভব না হওয়ায় লোকবলের অভাবে আইডিআরএ’র কার্যক্রম ব্যহত হচ্ছে।

যাত্রার শুরুতে অস্থায়ী ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে ৫৮ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।  কিন্তু চাকরির অনিশ্চয়তায় আইডিআরএ ছেড়েগেছেন ১৮ জন মেধাবী কর্মকর্তা।  বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র ১০/১৫ জন কর্মকর্তা।  অথচ সেখানে প্রয়োজন দুই থেকে আড়াইশ’ কর্মকর্তা।

আইডিআরএ সূত্র জানায়, লোকবলের অভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্যাদিসহ রির্পোট ও রির্টান পাঠানো, অফিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৭৭টি বিমা কোম্পানির কার্যক্রম তদারকি, প্রয়োজন অনুসারে পরিবীক্ষণ ও পরিদর্শন করা সম্ভব হচ্ছে না। ব্যহত হচ্ছে তদন্ত কার্যক্রম। বিমা সেক্টরের উন্নয়ন কার্যক্রমও প্রয়োজন অনুসারে হাতে নেওয়া সম্ভব হচ্ছে না।

সূত্র জানায়, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃপক্ষের খসড়া অর্গানোগ্রামের অনুমোদন দিয়ে পদ সৃজনে মঞ্জুরি আদেশ জারি করে। সে সময় কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামোতে ১৫৫টি পদ অস্থায়ীভাবে সৃজন এবং যানবাহন ও অফিস সরঞ্জামাদি টিওঅ্যান্ডইভুক্ত করে সরকারি মঞ্জুরি দেওয়া হয়।

এর আলোকে করা আইডিআরএ’র চূড়ান্ত নিয়োগবিধি অনুমোদন এবং সরকারি মঞ্জুরি অনুসারে সৃজনকৃত ১৫৫টি পদের বিপরীতে জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগের ছাড়পত্র ইস্যু করার অনুরোধ জানিয়ে সম্প্রতি দু’টি পৃথক চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।  

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে চিঠিগুলো দেন আইডিআরএ’র চেয়ারম্যান এম শেফাক আহমেদ।

সূত্র জানায়, চূড়ান্ত নিয়োগবিধির ভেটিং ও গেজেট প্রকাশ সময়সাপেক্ষ ব্যাপার। তাই  গত ১৬ অক্টোবর পাঠানো চিঠিতে জনবলের জরুরি প্রয়োজন বিবেচনায় কর্তৃপক্ষের খসড়া নিয়োগবিধি জরুরি ভিত্তিতে চূড়ান্ত করার অনুরোধ জানিয়েছেন আইডিআরএ’র চেয়ারম্যান। পাশাপাশি বিশেষ বিবেচনায় ভেটিং ও গেজেট প্রকাশের জন্য অপেক্ষা না করে চূড়ান্ত খসড়া নিয়োগবিধির ভিত্তিতে কর্তৃপক্ষের লোকবল নিয়োগের অনুমোদন দেওয়ার আবেদন জানিয়েছেন।

অন্য চিঠিতে কর্তৃপক্ষকে আইনগতভাবে অর্পিত দায়িত্ব পালনে সক্ষম করতে সরকারি মঞ্জুরি অনুসারে সৃজনকৃত ১৫৫টি পদের বিপরীতে জনস্বার্থে জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগের ছাড়পত্র ইস্যু করার অনুরোধ জানান চেয়ারম্যান।

চিঠিতে দীর্ঘদিন ধরে লোকবলের অভাবে কর্তৃপক্ষের কার্যক্রম দারুণভাবে ব্যহত হওয়ার বিষয়টি ফের অবগত করা হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে।

আইডিআরএ’র চেয়ারম্যান এম শেফাক আহমেদ বাংলানিউজকে বলেন, ‘লোকবলের সংকট নিরসনে সরকারের কাছে আবেদন করেছি। আশা করছি, শিগগিরই নিয়োগবিধি চূড়ান্ত হবে। এরপরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে’।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬

এমএফআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।